Khoborerchokh logo

গণপরিবহন চলাচল বিষয়ে রংপুর বিভাগীয় প্রশাসনের মতবিনিময় অনুষ্ঠানে নতুন ঘোষনা 90 0

Khoborerchokh logo

গণপরিবহন চলাচল বিষয়ে রংপুর বিভাগীয় প্রশাসনের মতবিনিময় অনুষ্ঠানে নতুন ঘোষনা

শাহ্ মোহাম্মদ রায়হান বারী,রংপুর ব্যুরো:
১১ আগস্ট২০২১ইং থেকে গণপরিবহন (বাস) চলাচল এর বিধি নিষেধ বিষয়ে রংপুর জেলা মটর মালিক সমিতির সাথে রংপুর বিভাগীয় প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়বিভাগীয় কমিশনারের কার্যালয়,রংপুরে। স্বাস্থ্যবিধি মেনে রংপুর বিভাগে গণপরিবহনের অর্ধেক বাস সড়কে চলাচল করবে। এতে পুর্বের নির্ধারিত ভাড়ায় বাসের ৪০ সিটেই প্যাসেঞ্জার বসতে পারবে বলে সিদ্ধান্ত নেয়া হয়।
মঙ্গলবার সকালে রংপুর বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভুঞার সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য,রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল আলিম মাহামুদ বিপিএম,রংপুর জেলা প্রশাসক আসিব আহসান। আরও বক্তব্য রাখেন রংপুর জেলা মটর মালিক সমিতির আহবায়ক কমিটির ১নং সদস্য একেএম মোজাম্মল হক, নির্বাহী সদস্য ফারহান জিহান, সড়ক সম্পাদক আফতাবুজ্জামান লিপন, রংপুর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আশরাফ আলীসহ প্রশানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ । সভায় রংপুরে গণপরিবহন চলাচল বিষয়ে জনসাধারণ সুরক্ষার জন্য রংপুর জেলা পুলিশ ও রংপুর মেট্রাপলিটন পুলিশ,রংপুর জেলা মটর মালিক সমিতির পাশে থেকে সার্বিক সহযোগিতা করবে বলে আশ্বাসদেন।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com